Select Page

চতুর্থবার জাজের সিনেমায় শাকিব

চতুর্থবার জাজের সিনেমায় শাকিব

shakib-jaaz

সর্বশেষ ‘শিকারি’ সিনেমা দিয়ে জাজ মাল্টিমিডিয়ার সাথে সম্পর্ক মজুবত করছেন শাকিব খান। এবার প্রতিষ্ঠানটির হয় চতুর্থবারের মতো পর্দায় মুখ দেখাবেন এ নায়ক।

সোমবার জাজের পক্ষ থেকে জানানো হয়, নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব।

ওইদিন সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মাধ্যমে শাকিব খান ও জাজের চেয়ারম্যান আব্দুল আজিজের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। জাজের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করে বলা হয়, ‘আবার শিকারি টিম একসাথে হলো। জাজ, এসকে, পরিচালক জয়দীপ ও শাকিব খান আবারো এক সাথে।’

জানা গেছে, বাংলাদেশ, ভারত ও তুরস্কে নাম চূড়ান্ত না হওয়া ছবিটির শুটিং শুরু হবে ২০ অক্টোবর থেকে। প্রেমের গল্প নির্ভর সিনেমাটি ভালোবাসা দিবসে মুক্তি দেওয়া হবে।

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও শোনা যাচ্ছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকবেন কলকাতার শুভশ্রী।

শাকিব ও জাজ প্রথমবার জোড় বাঁধেন ‘ভালোবাসা আজকাল’ সিনেমার জন্য। এরপর একই প্রতিষ্ঠানর ‘দবির সাহেবের সংসার’ সিনেমায় এক মিনিটের কম সময়ের জন্য অতিথিশিল্পী হিসেবে হাজির হন।


Leave a reply