Select Page

চতুর্থ ছবি হিসেবে লাখ ডলারের ক্লাবে ‘প্রিয়তমা’

চতুর্থ ছবি হিসেবে লাখ ডলারের ক্লাবে ‘প্রিয়তমা’

বাংলা ছবির জন্য উত্তর আমেরিকার বাজার বেশ লোভনীয় হয়ে উঠেছে। যার সর্বশেষ উদাহরণ হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। এই বাজারে বাংলা সিনেমার নতুন মাইলফলক হলে ‘লাখ ডলার ক্লাব’। এ হিসেবে চতুর্থ সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্র ও কানাডায় আয় করেছে এক লাখ ডলারের বেশিভ

আজ শনিবার (২২ জুলাই) প্রথম সপ্তাহের পর দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রির হিসেব প্রকাশ করলেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

তার বরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তর আমেরিকায় ‘প্রিয়তমা’র আয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।

দুই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ১ লাখ ডলার এর ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১২ হাজার ডলার। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকা!

এরমধ্যে প্রথম সপ্তাহে ৪২টি থিয়েটার থেকে ছবিটি আয় করে ৮৪ হাজার ডলার এবং দ্বিতীয় সপ্তাহে ৪টি থিয়েটার থেকে আয় করে ২৮ হাজার ডলার। সবচেয়ে বেশি অবদান নিউ ইয়র্ক সিটির জ্যামাইকা মাল্টিপ্লেক্স থেকে। সেখান থেকেই দুই সপ্তাহে ছবিটি আয় করে ৫২ হাজার ৭০০ ডলার। তৃতীয় সপ্তাহেও এখানে ‘প্রিয়তমা’ চলছে বলে জানানো হয়।

‘প্রিয়তমা’ ছাড়া যেসব বাংলা সিনেমা উত্তর আমেরিকাতে এখন পর্যন্ত ১ লাখ ডলারের মাইলফলক স্পর্শ করেছে হাওয়া (২০২২), পরাণ (২০২২) ও দেবী (২০১৮)। তবে এরমধ্যে সবচেয়ে বেশী আয় করা সিনেমা হল ‘হাওয়া’।

এদিকে একই বাজারে আগামী সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে ঈদুল আজহার আরেক আলোচিত সিনেমা রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। শতাধিক পর্দায় অভিষেক হতে যাওয়া এ সিনেমা নিয়েও দর্শকের তুমুল আগ্রহ রয়েছে।


Leave a reply