Select Page

চতুর্থ সপ্তাহে কোথায় ‘আয়নাবাজি’?

চতুর্থ সপ্তাহে কোথায় ‘আয়নাবাজি’?

aynabaji

মুক্তির চতুর্থ সপ্তাহেও খেল দেখিয়ে যাচ্ছে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। প্রথম সপ্তাহে ২১টি হলে মুক্তি পাওয়া সিনেমাটির হল দাঁড়িয়েছে ৭২।

আলোচিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন প্রমুখ।

ঢাকা : স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, শ্যামলী, মধুমিতা, রাজমনি, সনি, চম্পাকলি ও শাহীন।

ঢাকার বাইরে : আলমাস (চট্টগ্রাম), রাজিয়া (সদরপুর), চিত্রাবাণী (গোপালগঞ্জ), তামান্না (সৈয়দপুর), সান্তনা (হাজীগঞ্জ) বলাকা (ঠাকুরগাঁও), চান্দা (হাসনাবাধ), রুনা (চালাকচর), ভাই ভাই (সখিপুর), চান্দা (পটিয়া), ঝংকার (পাঁচদোনা), রাজিয়া (নাগরপুর), চান্দনা (জয়দেবপুর), শিল্পী (মধ্যনগর), বর্ণালী (নওয়াপাড়া) সিক্তা (ধনূট), মুন (হোমনা), আলীম (মঠবাড়ীয়া), চাঁদমহল (কাঁচপুর), হ্যাপি (লক্ষ্মীপুর), সাগর (কলিয়াকৈর), রূপকথা (পাবনা), মধুবন (বগুড়া), ছায়াবাণী (ময়মনসিংহ), দর্শন (ভৈরব), দুলাল (ফেনী), সেনা অডিটরিয়াম (সাভার), তাজ (নওগাঁ), গৌরি (শাহাজপুর), রূপকথা (শেরপুর), সঙ্গীতা (খুলনা), ছবিঘর (ঝিনাইদহ), মালঞ্চ (টাঙ্গাইল), অভিরূচি (বরিশাল), উপহার (রাজশাহী), মমতাজ (সিরাজগঞ্জ), বনলতা (ফরিদপুর), শাপলা (রংপুর), মনোয়ার (জামালপুর), মেহেরপুর (মেহেরপুর), মৌসুমী (পাকুন্দিয়া), রাজ (কুলিয়ারচর), প্রীতি (আগলা), নন্দিতা (সিলেট), রানীমহল (ডেমরা), পৃথিবী (জয়পুরহাট), মধুমিতা (মাগুরা), রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ), অবসর (বিরানপুর), তিতাস (পটুয়াখালি), মিলন (মাদারীপুর), প্রতিভা (রাজোই), নবীন (মানিকগঞ্জ), বসুন্ধরা (রাজবাড়ীয়া), চিত্রালী (খুলনা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), আলো ছায়া (শরিয়তপুর), হীরামন (নেত্রকোণা), মধুমতি (কুমিল্লা), মর্ডান (দিনাজপুর), রজনীগন্ধা (চালা), সঙ্গীতা (সাতক্ষীরা) ও মনিহার (যশোর)।


Leave a reply