Select Page

চমকে ঠাসা ‘মুখ ও মুখোশ’ ঈদ সংখ্যা

চমকে ঠাসা ‘মুখ ও মুখোশ’ ঈদ সংখ্যা

muk-o-mukosh-e-magazine

প্রকাশ হলো সিনেমা বিষয়ক অনলাইন ম্যাগাজিক ‘মুখ ও মুখোশ’-এর ঈদ সংখ্যা। ওয়েব ও ই-বুক দুই মাধ্যমেই ঈদ সংখ্যাটি পড়া যাবে।

ম্যাগাজিনটিতে ঢালিউড, বলিউড, হলিউড ও টলিউড-সহ ভিন্ন ভিন্ন ইন্ডাস্ট্রির চলচ্চিত্র ও কলা-কুশলীদের ৩০ জন লেখকের ৩০টি লেখা স্থান পেয়েছে।  ৯০ পৃষ্ঠার ইবুকটির আকার মাত্র ১১ এমবি।

মুখ ও মুখোশের ঈদ সংখ্যায় ঢালিউড বিভাগে উল্লেখযোগ্য লেখাগুলির মাঝে আছে—

আবার বছর কুড়ি পরে, এই ঘর এই সংসারে- মালেক আফসারী, ‘কাঁকড়া রেইল’ এর ফিল্মপাড়া— সি এফ জামান ও নুসফার জন্য ভালোবাসা- আতাউর রহমান।

মিডিয়াফায়ার লিঙ্ক http://bit.do/mukhomukhosh, গুগল ড্রাইভ লিঙ্ক https://goo.gl/lKWK6q.

এছাড়া http://mukhomukhosh.net/ সাইট থেকে সরাসরি ডাউনলোড করা যাবে।


মন্তব্য করুন