Select Page

চলচ্চিত্রে নিশি খান

চলচ্চিত্রে নিশি খান

Nishi Khanঅভিনয়ের ক্যারিয়ার অল্পদিনের হলেও এর মধ্যেই প্রায় বিশটি একক ও ধারাবাহিক নাটকে অভিনয করেছেন নিশি খান, বিজ্ঞাপনের মডেল হয়েছেন অনেকগুলোর। চলচ্চিত্রে অভিষেক ঘটেছে ‘মোস্ট ওয়েলকাম ২’ চলচ্চিত্রের মাধ্যমে। অনন্য মামুনের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি এখনো মুক্তি পায় নি। এর মধ্যেই নতুন চলচ্চিত্রে কাজের ডাক পেয়েছেন নিশি। সব কিছূ চূড়ান্ত হয় নি বলে চলচ্চিত্রের নাম প্রকাশে বিরত থেকেছেন নিশি খান, তবে জানিয়েছেন – মার্শালআর্ট  উপস্থাপন করবেন সেই ছবিতে। আগেই মার্শাল আর্ট এবং নৃত্যের প্রশিক্ষন নিয়েছিলেন নিশি খান।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন