
চলচ্চিত্রে মুক্তা
মডেল অভিনেত্রী মুক্তা হাসান ‘ওয়ান ওয়ে রোড’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটাতে যাচ্ছেন। ছবিটির পরিচালক ফেরদৌস রেজা। দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসা এই নির্মাতার প্রথম চলচ্চিত্রটি একটি ভৌতিক গল্প যার প্রধান চরিত্রে অভিনয় করছেন সাগর ও শম্পা। মুক্তা অভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। চলচ্চিত্রের মত গুরুত্বপূর্ন মাধ্যমে প্রথম দিকে কাজ করার উপযুক্ত মনে করেন নি বলে কাজ করা হয়নি বলে জানিয়েছেন মুক্তা। ওয়ান ওয়ে রোড – ছবির কাহিনী ভিন্নধর্মী হিসেবে মনে করে তিনি অভিনয় করেছেন।
সূত্র: মানবজমিন
আমাদের সুপারিশ