Select Page

চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে ৫দিনের অনুষ্ঠান

চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে ৫দিনের অনুষ্ঠান

NATIONAL_FILM_DAY_2014৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন উপলক্ষ্যে পাঁচদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে এফডিসি, বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৪’-এর উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এর পরপর এফডিসি প্রাঙ্গণ থেকে বের হবে চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, গ্রীন ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা। শোভাযাত্রাটি এফডিসি থেকে সোনারগাঁও হোটেল ক্রসিং হয়ে পুনরায় এফডিসি প্রাঙ্গণে এসে শেষ হবে। এবারের দিবসের প্রতিপাদ্য ‘এগিয়ে চলি ভবিষ্যত্ সৃজনে’।

উদ্বোধনী আয়োজনের পর চারটি সেমিনার অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো—’চলচ্চিত্র ইতিহাস’, ‘ডিজিটাল চলচ্চিত্র’, ‘চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট সংকট উত্তরণের উপায়’ এবং ‘আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশ চলচ্চিত্র’। প্রবন্ধ উপস্থাপনা করবেন অনুপম হায়াত্, মোহাম্মদ হোসেন জেমী, মতিন রহমান ও মোরশেদুল ইসলাম।

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদও সকালে আলাদা শোভাযাত্রা করবে। শিল্পকলা একাডেমি, ফিল্ম আর্কাইভ ও চলচ্চিত্র ফিল্ম সোসাইটির যৌথ আয়োজনে দেখানো হবে ধ্রুপদী চলচ্চিত্র।

শিল্পকলা একাডেমীর পাঁচদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাস, ভাষার ক্রমবিকাশ ও সংস্কৃতির ধারার পরিবতনসহ নানা দিক তুলে ধরার লক্ষে মুহাম্মদ সাজ্জাদ হোসেন ও আরাফাতুল কবির রিজভী যৌথভাবে নির্মাণ করেছেন চলচ্চিত্র নিরীক্ষণ ‘স্বরূপ সন্ধান’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘স্বরূপ সন্ধান’ এর উদ্বোধনী প্রদর্শিত হয় ২ এপ্রিল। বৃহস্পতিবার দেখানো হবে আব্দুল জব্বার খান পরিচালিত চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’, সন্ধ্যা ৬টা ৩০মিনিট আলোচনা অনুষ্ঠান ও প্রীতি সম্মিলনী।  ৪ এপ্রিল, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন ঢুলি’। এছাড়াও আগামী ৫ ও ৬ এপ্রিল চলচ্চিত্র প্রদর্শিত হবে।


মন্তব্য করুন