Select Page

চলচ্চিত্র নির্মানে অনাগ্রহী এটিএম শামসুজ্জামান

চলচ্চিত্র নির্মানে অনাগ্রহী এটিএম শামসুজ্জামান

image_1772_222378সেন্সরবোর্ডের ভূমিকায় চলচ্চিত্র নির্মানে কোন আগ্রহ নেই বলে জানিয়েছেন বরেণ্য অভিনেতা ও এটিএম শামসুজ্জামান। তিনি এবাদত নামে একটি চলচ্চিত্র নির্মান করেছিলেন। 

নতুন কোন চলচ্চিত্র নির্মাণের আগ্রহ আছে কী না জানতে চাইলে সম্প্রতি তিনি দৈনিক করতোয়া-কে হতাশা ব্যক্ত করে বলেন, ‘নতুন আর কী চলচ্চিত্র নির্মাণ করবো! এবাদত নির্মাণ করেছিলাম, ভেবেছিলাম পুরো ছবিটি দর্শককে দেখাতে পারবেন। কিন্তু সেন্সর বোর্ড আমার ছবির বিশেষ কিছু অংশ কেটে ফেলে দেয়। ছবির মাঝখান থেকে দৃশ্য কেটে ফেলে দিলে কী ছবির পূর্ণাঙ্গ রুপ পাওয়া যায়? এমন হলে কী ছবি নির্মাণ সম্ভব? সম্ভব না। তাই ছবি নির্মাণের আর কোন আগ্রহ নেই।’

উল্লেখ্য কাজী হায়াত পরিচালিত ‘দায়ী কে’ ছবিতে অভিনয়ের জন্য ১৯৮৭ সালে এ টি এম শামসুজ্জামান শ্রেষ্ঠ অভিনেতা ও কাহিনীকার হিসেবে (যৌথভাবে কাজী হায়াতের সাথে) জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর শাহ আলম কিরণের ‘চুড়িওয়ালা’, শাহ মোহাম্মদ সংগ্রামের ‘মন বসেনা পড়ার টেবিলে‘ এবং রেদওয়ান রনির ‘চোরাবালি‘ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।


মন্তব্য করুন