Select Page

চলচ্চিত্র পরিচালনায় তানিয়া

চলচ্চিত্র পরিচালনায় তানিয়া

jan_2014_cover_story_1অভিনেত্রী তানিয়া আহমেদ এবার চলচ্চিত্র পরিচালনা করবেন। ছবির নাম গুডমর্নিং লন্ডন। ছবির কাজ হবে লন্ডনে। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং চিত্রগ্রহণ করবেন রায়হান খান। গানের সুর ও সংগীত পরিচালনা করবেন এস আই টুটুল

ছবিতে অভিনয় করবেন মিম, আসিফ, মিশু সাব্বির, তারিক আনাম খান প্রমুখ। আরও থাকবেন ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ও চ্যানেল আই আয়োজিত ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সাজ্জাদ। এরই মধ্যে শিল্পীদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে।

গুডমর্নিং লন্ডন প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। ছবির কাজ শুরু হবে রোজার ঈদের পর পরই। লন্ডনে টানা কাজ হবে ২০ দিন।


মন্তব্য করুন