Select Page

চলে গেলেন এনায়েত করিম

চলে গেলেন এনায়েত করিম

Enayet Karimবিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সহকারী সাধারণ সম্পাদক, সেন্সর বোর্ডের সাবেক সদস্য এনায়েত করিম আর নেই। আজ সকাল ৭টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।


আজ দুপুর ১২টায় এনায়েত করিমের মরদেহ এফডিসিতে আনা হয়। সেখানে তার প্রথম নামাযে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকার বাসাবোস্থ নিজ বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে নিয়ে যাওয়া হবে বরিশালের বানারিপাড়াস্থ গ্রামের বাড়িতে। সেখানেই তাকে সমাহিত করা হবে। এনায়েত করিম নির্মিত কয়েকটি ছবির মধ্যে রয়েছে ‘নারী আন্দোলন’, ‘প্রেমযুদ্ধ’, ‘রুটি’, ‘ক্ষুধার জ্বালা’, ‘দেশের মাটি’, ‘কদম আলী মাস্তান’ ইত্যাদি।


মন্তব্য করুন