Select Page

চলে গেলেন প্রযোজক শীষ মনোয়ারের বাবা

চলে গেলেন প্রযোজক শীষ মনোয়ারের বাবা

sishshs father বাংলা চলচ্চিত্র শিল্পে সর্বপ্রথম ডিজিটাল প্রজেক্টর ব্যবহারকারী প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও এবং চিত্র প্রযোজক শীষ মনোয়ারের বাবা আলহাজ্ব সাইফুল ইসলাম ইন্তেকাল করেছেন। বিএমডিবি পরিবারের পক্ষ থেকে তার জন্য আন্তরিক শ্রদ্ধা এবং শীষ মনোয়ারের পরিবারের সকলের জন্য সমবেদনা প্রকাশ করছে। 

কিডনি ও হার্টের সমস্যায় বেশকিছুদিন ধরেই ভুগছিলেন তিনি। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে প্রায় একমাস চিকিৎসা নেয়ার পর পরবর্তীতে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টের মাধ্যমে বাঁচিয়ে রাখলেও অবশেষে গতকাল সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।

আজ মঙ্গলবার সকাল ৮টা ৩০মিনিটে শেরপুরের মাইসাহেবের মসজিদে মরহুমের প্রথম জানাযার নামায অনুষ্ঠিত হবে তারপর মরহুমের নিজ গ্রাম কাংশা ইউনিয়নের হলদিগ্রামে জানাযার পরে শেরপুরের কাংশা গ্রামে বাদ জোহর নামাজের জানাযার শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

শীষের বাবা সাইফুল ইসলাম শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যন ছিলেন। মৃত্যুকালে তিনি বড় ছেলে শীষ মনোয়ারসহ আরো দুই সন্তান রেখে গেছেন। পিতৃশোকে শোকাহত শীষ মনোয়ার দেশবাসী এবং শুভাকাঙ্খিদের কাছে মরহুম বাবার জন্য দোয়া কামনা করেন।


মন্তব্য করুন