Select Page

চিত্রনায়িকা রোজিনার প্রথম বিজ্ঞাপন (ভিডিও)

Rozina (7)আশি ও নব্বইয়ের দশকে সাড়া জাগানো অভিনেত্রী চিত্রনায়িকা রোজিনা। চলচ্চিত্রে আগমনের পূর্বে ঢাকায় মঞ্চ নাটকে কাজ করতেন রাজবাড়ির গোয়ালন্দে জন্ম নেয়া এই নায়িকা। পরবর্তীতে ১৯৭৬ সালে জানোয়ার ছবিতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয়ের সুযোগ পান। ১৯৭৭ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাগর ভাসা। তখনো তিনি রোজিনা নামে পরিচিত হন নি। এফ কবীর পরিচালিত রাজমহল সিনেমায় তিনি একক নায়িকা হিসেবে প্রথম অভিনয় করেছিলেন। এ সময় তিনি কিছু বিজ্ঞাপনে কাজ করেন। জন্মনিয়ন্ত্রন ঔষধ মায়া বড়ির বিজ্ঞাপন করে তিনি আলোচনায় আসেন। বিএমডিবি-র পাঠকদের জন্য বিজ্ঞাপনটি এখানে সংযুক্ত করা হল।


মন্তব্য করুন