Select Page

ছাড়পত্র পেল ‘গাড়িওয়ালা’

ছাড়পত্র পেল ‘গাড়িওয়ালা’

IMG_bg_377516843বাংলাদেশ সেন্সর বোর্ডের আনকাট সেন্সরশিপ পেয়েছে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘গাড়িওয়ালা‘। ছবিটি পরিচালনা করেছেন আশরাফ শিশির। গত ১৮ মে এর সেন্সর স্ক্রিনিং হয়।

উক্ত প্রদর্শনীতে সেন্সর বোর্ডে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, কণ্ঠশিল্পী আব্দুল জব্বার, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শহীদুল ইসলাম খোকন, কবি কাজী রোজী, সাংবাদিক আলতাফ মাহমুদ,  প্রেক্ষাগৃহ মধুমিতার অন্যতম কর্ণধার মো. ইফতেখার উদ্দিন নওশাদসহ আরও অনেকে।

এ ব্যাপারে নির্মাতা বলেন, ‘প্রেক্ষাগৃহগুলোর তামিল-হিন্দি চলচ্চিত্রের হুবহু নকল চলচ্চিত্রের প্রতি যতটা আগ্রহ, জীবনমুখী চলচ্চিত্রের ব্যাপারে ততটাই অনীহা চোখে পড়ার মতো। তাছাড়া ‘ডিজিটাল সিনেমা ইনিশিয়েটিভ’-এর স্ট্যান্ডার্ড মেইনটেইন না করে নির্মাতারা যেমন ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ করছেন, একইভাবে প্রদর্শকরা সস্তা মাল্টিমিডিয়া প্রজেক্টরে তা প্রদর্শন করে দর্শকদের প্রতারিত করছেন।’


মন্তব্য করুন