Select Page

ছাড়পত্র পেল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী

ছাড়পত্র পেল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী

PurnoDoirgho-Prem-Kahini-235x275ণকোনো কর্তন ছাড়াই সেন্সর বোর্ডের সনদপত্র পেল ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী‘। সাফিউদ্দিন সাফি পরিচালিত এ ছবিটি দেখেন সেন্সর বোর্ডের সদস্যরা ভূয়সী প্রশংসা করেন।

ছবিটি সম্পর্কে সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ইফতেখারউদ্দিন নওশাদ পরিচালককে বলেন, ‘ধন্যবাদ একটি সুন্দর প্রেমের, পারিবারিক ছবি নির্মাণের জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার কাছ থেকে আমরা এ রকম পরিচ্ছন্ন, মানসম্মত ছবি পাবো।’

সাংবাদিক রুম্মান রশীদ খানের চিত্রনাট্য অবলম্বনে এ ছবিতে অভিনয় করেছেন রাজ্জাক, শাকিব খান, জয়া আহসানআরেফিন শুভসহ অনেকে।

ডায়মন্ড ওয়ার্ল্ড নিবেদিত ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যশনাল প্রযোজিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে।

আগামী ৫ অক্টোবর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লেজার ভিশন প্রকাশ করবে ছবিটির গানের অ্যালবাম।


মন্তব্য করুন