Select Page

‘ছুঁয়ে দিলে মন’ এর অ্যালবাম আসছে

‘ছুঁয়ে দিলে মন’ এর অ্যালবাম আসছে
নবীন নির্মাতা শিহাব শাহীন  পরিচালিত এবং আরিফিন শুভজাকিয়া বারী মম জুটির প্রথম ছবি ‘ছুঁয়ে দিলে মন’ ছবির গানের অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। গানগুলো আগামী ২০ আগস্ট থেকে অনলাইনে শোনা যাবে।

ছবিটিতে গান রয়েছে মোট ৬টি। এর মধ্যে ‘ভালোবাসা দাও ভালোবাসা নাও’ শিরোনামের গানটি লিখেছেন মারজুক রাসেল, সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ।বাকি গানগুলোর সুর ও সংগীত পরিচালক সাজিদ সরকার। ‘ছুঁয়ে দিলে মন’ গানে তাহসান ও শাকিলা, ‘শূন্য থেকে আসে প্রেম’ গানে কনা ও ইমরান, ‘চিনি না’ গানে শাওন, ‘চলে যাও’ গানে শাওন ও শাকিলা এবং ‘ছুঁয়ে দিলাম’ গানে কণ্ঠ দিয়েছেন নির্জ হাবিব। এগুলো লিখেছেন সাজু খাদেম, শাহান কবন্ধ, সোমেশ্বর অলি ও সিরাজুম মনির।সব ঠিক থাকলে চলতি বছরেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

 

 


মন্তব্য করুন