Select Page

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল “ছুঁয়ে দিলে মন”

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল “ছুঁয়ে দিলে মন”

Chhuye Dile MOn (7)নতুন বছরে মুক্তি সম্ভাব্য আলোচিত চলচ্চিত্রগুলোর তালিকায় প্রথম দিকেই আছে “ছুঁয়ে দিলে মন” এর নাম। গতবছরই শেষ হয়ে চলচ্চিত্রটির শুটিং, সম্পাদনা সহ সব কাজ। নতুন বছরের শুরুতে ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে চলচ্চিত্রটি।

শীঘ্রই শুরু হবে প্রচার প্রচারণার কাজ। আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে ৬ ফেব্রুয়ারি তারিখে ছবিটি মুক্তি পেতে পারে। শিহাব শাহিন পরিচালিত রোমান্টিক ঘরানার এ চলচ্চিত্রটি প্রযোজনা করছে ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং।

এতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন আরেফিন শুভজাকিয়া বারী মম। আরও রয়েছেন আলীরাজ, মিশা সওদাগর, ইরেশ যাকের, মাহমুদুল ইসলাম মিঠু, খালেকুজ্জামান, সুষমা সরকার, নওশাবা প্রমুখ ।


মন্তব্য করুন