Select Page

ছয়টি বায়োপিকের পাশাপাশি নিজের চরিত্রে অভিনয় করেন আনোয়ার হোসেন

ছয়টি বায়োপিকের পাশাপাশি নিজের চরিত্রে অভিনয় করেন আনোয়ার হোসেন

# ঢালিউডে বায়োপিকের চল নেই খুব একটা
# আনোয়ার হোসেন একাই ছয়টি ছবিতে অভিনয় করেন। করেছেন নবাব সিরাজউদ্দৌলা, ভাওয়াল রাজা, তীতুমীর, ঈসা, হায়দার আলী ও কাজী নজরুল ইসলামের চরিত্রে অভিনয়
# লোকগাথা ‘গাজী কালু চম্পাবতী’র নায়কও তিনি
# নায়ক আনোয়ার হোসেন চরিত্রে অভিনয় করেন ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমায়

ঢালিউডে বায়োপিকের চল নেই খুব একটা। হাতে গোনা কিছু সিনেমায় উঠে এসেছে বিখ্যাত ব্যক্তিদের জীবনী। অবাক করা ব্যাপার হলেও সত্য যে, এর মধ্যে ছয়টিতে অভিনয় করেছেন আনোয়ার হোসেন। যদিও এর মধ্যে দুটি সিনেমা অসমাপ্ত রয়ে গেছে।

আনোয়ার হোসেনের জন্মদিনে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানান সিনেমা বিষয়ক গবেষক ও সংগ্রাহক মীর শামসুল আলম বাবু। সাথে যোগ করেন কিছু ছবি। তিনি আরও জানান, লোকগাথা ‘গাজী কালু চম্পাবতী’র নায়কও ছিলেন আনোয়ার হোসেন। এছাড়া নিজের চরিত্রে অভিনয় করেন ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’তে।

বাবু লেখেন, ‍“বর্তমান প্রজন্ম কি জানে আনোয়ার হোসেন কত বড় অভিনেতা? আজ ‘আনোয়ার হোসেন’ (১৯৩১ – ২০১৩)’র জন্মদিনে যারা বেশি জানে বলে দাবী করে তারাও শুধু ‘নবাব সিরাজউদ্দৌলা’ বা ‘জীবন থেকে নেয়া’ নিয়েই এই কিংবদন্তি’র মুল্যায়ন করছে –

অথচ তিনি শুধু ‘সিরাজ’ই নয়, ‘রাজা সন্ন্যাসী’ (১৯৬৬)’তে রমেন্দ্র নারায়ণ রায়, ‘শহীদ তীতুমীর’ (১৯৬৮)’তে তীতুমীর”, ‘গাজী কালু চম্পাবতী’ (১৯৬৯)’তে গাজী, ‘ঈসা খাঁ’ (১৯৭৪)’তে ঈসা – এসব ঐতিহাসিক চরিত্রে দৌদন্ড প্রতাপে অভিনয় করেছিলেন।

এছাড়া অসমাপ্ত ‘টিপু সুলতান’ (১৯৬৯)তে ‘হায়দার আলী এবং ‘বিদ্রোহী নজরুল’ (১৯৬৮)তে নজরুল চরিত্রেও অভিনয় করেছিলেন।

আর এদেশের চলচ্চিত্রে তিনিই একমাত্র অভিনেতা যিনি নিজেই নিজের চরিত্রে অভিনয় করেছিলেন – ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ (১৯৭২) ছবিতে আনোয়ার হোসেন চরিত্রে।”

উল্লেখ্য যে, গত মাসে কলকাতায় মুক্তি পেয়েছে ভাওয়াল রাজা রমেন্দ্র নারায়ণ রায়কে নির্মিত হয়েছে সিনেমা ‘এক যে ছিল রাজা’। একই গল্পে উত্তম কুমারকে নিয়ে ১৯৭৫ সালে নির্মিত হয় ‘ভাওয়াল সন্ন্যাসী’।


মন্তব্য করুন