Select Page

জঙ্গি হামলা নিয়ে ‘মিস্টার বাংলাদেশ’, অভিনয়ে খিজির হায়াত খান

জঙ্গি হামলা নিয়ে ‘মিস্টার বাংলাদেশ’, অভিনয়ে খিজির হায়াত খান

দেশে ঘটে যাওয়া একাধিক জঙ্গি হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মিস্টার বাংলাদেশ’। যার বেশির ভাগ শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। নির্মাতা খিজির হায়াত খান সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করছেন। তবে নির্দেশনায় থাকছেন না তিনি। খবর সময় নিউজ।

‘মিস্টার বাংলাদেশ’ নির্মাণে গোপনীয়তা প্রসঙ্গে খিজির বলেন, ‘যেহেতু আমরা একটা সেন্সেটিভ ইস্যু নিয়ে কাজ করছি তাই বিষয়টি এখনই সকলের সামনে আনতে চাচ্ছি না। তবে খুব দ্রুতই বিষয়টি সকলকে জানানো হবে।’

বিশ্বস্ত একটি সূত্র অনলাইনটিতে জানায়, দেশের ঘটে যাওয়া বেশকিছু আলোচিত ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে ‘মিস্টার বাংলাদেশ’। আর এটি নির্মিত হচ্ছে আবু আকতারুল ইমানের নির্দেশনায়। এটিই তার প্রথম সিনেমা। ‘মিস্টার বাংলাদেশে’ নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন শাহরিয়ার ফেরদৌস সজীব।


Leave a reply