Select Page

জমজমাট টাইটেল গানে ‘মুখোশ’, রহস্য আরও গভীর

জমজমাট টাইটেল গানে ‘মুখোশ’, রহস্য আরও গভীর
গান ভিডিও থেকে নেওয়া

মোশাররফ করিম, পরীমনি ও রোশানকে নিয়ে ছবি ‘মুখোশ’। কিছুদিন আগে সাদামাটা পয়লা দর্শন পোস্টার রিলিজ দিলেও এবার টাইটেল গানে পুরোপুরি জমিয়ে দিল।

আব্রাহাম তামিমের কথা ও আহমেদ হুমায়ূনের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন মঈনুল আহসান নোবেল। সঙ্গে ছবির টুকরো টুকরো দৃশ্য বলছে বেশ রহস্যময় গল্প ফেঁদেছেন পরিচালক। যেখানে এক উচ্চাকাঙ্ক্ষী লেখক হিসেবে আছেন মোশাররফ করিম। গানের ফাঁকে ফাঁকে তার দেওয়া ডায়ালগও শোনা যায়।

পরিচালক ইফতেখার শুভর নিজের লেখা উপন্যাস ‘পেজ নম্বর ফোরটি ফর’ অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হয়েছে ‘মুখোশ’।

পরীমনি, মোশাররফ করিম ও জিয়াউল রোশান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারেক স্বপন, এলিনা শাম্মিসহ অনেকেই। এ অভিনেতারাও আছেন গানের ভিডিওতে।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ শুক্রবার প্রেক্ষাগৃহে আসবে ‘মুখোশ’।


মন্তব্য করুন