Select Page

জানুয়ারিতে জিৎ-ফারিয়ার দ্বিতীয় অধ্যায়

জানুয়ারিতে জিৎ-ফারিয়ার দ্বিতীয় অধ্যায়

jeet-nusrat-fariaখবরটি বেশ কয়েকদিন আগের। এসকে মুভিজ ছেড়ে জিতের গ্রাসরুট এন্টারটেইনমেন্টের সঙ্গে জোড় বাধছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠান দুটির প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘বস টু’।

২০১৩ সালে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পায় জিৎ ও শুভশ্রী অভিনীত ‘বস: বর্ন টু রুল’। তামিল ছবির রিমেকটি বক্স অফিসে ভালো ব্যবসাও করে। এবার সে ছবির সিক্যুয়েলের সঙ্গে যুক্ত হচ্ছে ঢালিউড। এর মাধ্যেমে দ্বিতীয়বারের মতো জিৎ অভিনয় করবেন নুসরাত ফারিয়ার বিপরীতে।

নুসরাত ফারিয়া ও জিতকে একসঙ্গে দেখা গিয়েছিল ‌‘বাদশা দ্য ডন’ ছবিতে।

এরই মধ্যে ‘বস টু’র জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন ফারিয়া।

তিনি বলেন, ‘সত্যি বলতে কি, আবারও ভালো একটা কাজের সুযোগ পাচ্ছি। বাদশা ছবির দলটাই এ ছবিতে কাজ করবে। তাই এবারের কাজটিও ভালো হবে আশা করছি। পুরোনো ভুলগুলো নতুন করে হবে না।’

এখনো চুক্তিবদ্ধ না হলেও ফারিয়ার বিপরীতে জিতের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক ও নির্মাতা আবদুল আজিজ।

তিনি বলেন, ‘চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। জানুয়ারি থেকে শিডিউলও দিয়েছেন জিৎ। দু-এক দিনের মধ্যেই চুক্তিবদ্ধ হবেন তিনি।’

‘বস টু’ পরিচালনা করবেন বাবা যাদব। ‘বাদশা দ্য ডন’র পরিচালকও ছিলেন তিনি।


মন্তব্য করুন