Select Page

জাহাঙ্গীরনগরে ‘শুনতে কি পাও!’

জাহাঙ্গীরনগরে ‘শুনতে কি পাও!’

unnamedপ্রয়াত চলচ্চিত্রাচার্য তারেক মাসুদকে উৎসর্গ করে জহির রায়হান চলচ্চিত্র সংসদের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রদর্শিত হতে যাচ্ছে একাধিক আন্তর্জাতিক পুরষ্কার বিজয়ী ছবি ‘শুনতে কি পাও!

স্থপতি-নির্মাতা জুটি কামার আহমাদ সাইমন ও সারা আফরীন নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য সিনেমাটি আগামী ৭ থেকে ৯ এপ্রিল (সোমবার-বুধবার) জাহাঙ্গীরনগরস্থ জহির রায়হান মিলনায়তনে প্রদর্শিত হচ্ছে প্রতিদিন বিকাল ৩টা, ৫টা এবং সন্ধ্যা ৭টায়। টিকেট পাওয়া যাবে প্রদর্শনীর আগে মিলনায়তন প্রাঙ্গণে।

উল্লেখ্য, গত বছর প্যারিসে অনুষ্ঠিত ইউরোপের অন্যতম প্রামাণ্য উৎসব সিনেমা দ্যু রিলে-র ৩৫তম আসরে সেরা ছবির সর্ব্বোচ্চ পুরস্কার ‘গ্রাঁপ্রি’ এবং এ বছর মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরষ্কার ‘স্বর্ণশঙ্খ’, শ্রেষ্ঠ ‘সিনেমাটোগ্রাফির পুরস্কার’ এবং ফিল্ম সাউথ এশিয়ায় ‘জুরি পুরস্কার’ জয় করেছে ছবিটি। এর আগে বিশ্বের প্রাচীনতম প্রামাণ্য উৎসব জার্মানীর ডক লাইপজিগের ৫৫তম আসরে উদ্বোধনী ছবির মর্যাদা এবং বিশ্বের বৃহত্তম প্রামাণ্যচিত্রের আসর আমস্টারডামের ইডফাতে আনুষ্ঠানিক প্রদর্শনীর আমন্ত্রণ পেয়েছিলো। ছবিটি ইতিমধ্যে ২০টি আন্তর্জাতিক উৎসবে প্রর্দশিত হয়েছে, এবং ৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পুরষ্কার জয় করেছে।

প্রদর্শনী প্রসঙ্গে নির্মাতা জানান, গত ২১শে ফেব্রুয়ারী ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল ‘শুনতে কি পাও!’ বাংলাদেশে কোন প্রামাণ্য ছবির এটাই  ছিল সম্ভবত প্রথম বাণিজ্যিক মুক্তি এবং দর্শকনন্দিত হয়ে হলেও চলেছে চার সপ্তাহ। আর তাই স্টার সিনেপ্লেক্সের বাইরের দর্শকদের, বিশেষ করে তরুণ দর্শকদের দাবীর কথা মাথায় রেখেই আয়োজন এই দেশব্যাপী প্রদর্শনীর। স্বাধীনধারায় নির্মিত চলচ্চিত্রের দেশব্যাপী বিকল্প পরিবেশনা ও স্থানীয় চলচ্চিত্র সংসদ আন্দোলনকে উৎসাহিত করাই এর উদ্দেশ্য।


মন্তব্য করুন