Select Page

মুঠোফোনে প্রকাশিত হল ‘জিরো ডিগ্রি’র অডিও অ্যালবাম

মুঠোফোনে প্রকাশিত হল ‘জিরো ডিগ্রি’র অডিও অ্যালবাম

10849769_401598366665882_788845690299501775_n
অনিমেষ আইচ পরিচালিত, মাহফুজ আহমেদ প্রযোজিত মাহফুজ-জয়ারুহী অভিনীত চলচ্চিত্র  ‘জিরো ডিগ্রি’র অডিও অ্যালবাম মুঠোফোনে প্রকাশিত হয়েছে আজ। সোনারগাঁও হোটেলের সুরমা হলে সন্ধ্যায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।  ‘জিরো ডিগ্রি’র গান প্রকাশিত হয়েছে মোবাইলে।  আপাতত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির নম্বর থেকে ২৮৭৭৭ নম্বরে ডায়াল করে রবির এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে ঢুকলেই শোনা যাবে ‘জিরো ডিগ্রি’র গান। এক্ষেত্রে প্রযুক্তি সহায়তা দিচ্ছে লাইভ টেকনোলজিস।প্রিন্স মাহমুদের কথা, সুরে জেমস’র কণ্ঠে ‘প্রেম ও ঘৃণা’ গানটি এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এটি ছাড়া ‘জিরো ডিগ্রি’ ছবি রয়েছে আরও ৫টি গান। কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, ন্যান্সি, অদিত, প্রবর রিপন, পৃথ্বিরাজ ও সন্ধি। গানের কথা নেয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, ভূপেন হাজারিকা ও মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে। ছবির আবহ সঙ্গীত ইমন সাহার।

সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে মাহফুজ আহমেদ প্রযোজিত প্রথম চলচ্চিত্র জিরো ডিগ্রী। এ শীতেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি।


মন্তব্য করুন