জিরো ডিগ্রী’র বিশ ভাগ কাজ সম্পন্ন
হরতালের মাঝেও চলছে অনিমেষ আইচের নতুন ছবি জিরো ডিগ্রী’র কাজ। প্লে হাউজ প্রডাকশনের ব্যানারে ২৯ অক্টোবর মহরতের মধ্য দিয়ে ‘জিরো ডিগ্রী’ চলচ্চিত্রের যাত্রা শুরু হয়। মাহফুজ আহমেদ প্রযোজিত এ চলচ্চিত্রের শুটিং শুরু হয় ১ নভেম্বর। এর আগে চলচ্চিত্রটির দুইটি গানের রেকর্ডিংও হয়েছে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুদিনের জন্য শুটিংয়ের বিরতি দিলেও এখন কাজ চলছে পুরোদমে। এই ছবিতে আরো অভিনয় করছেন জয়া আহসান ও রুহী।
উল্লেখ্য ছোটপর্দার জনপ্রিয় এই নির্মাতা এর আগে একটি ছবি পরিচালনার কাজ করছেন। ছবির নাম ‘না মানুষ’। আশি ভাগ কাজ শেষ হওয়ার পর অর্থলগ্নি বিষয়ক জটিলতায় আটকে যায় চলচ্চিত্রটি। জীবনের প্রথম চলচ্চিত্র হওয়ায় তা নিয়ে দুঃখবোধ রয়ে গেছে তার।