Select Page

জোসনা দেখেন জলি-শাহরিয়াজ

জোসনা দেখেন জলি-শাহরিয়াজ

প্রকাশ হয়েছে ‘মেয়েটি এখন কোথায় যাবে’র ‘জোসনা দেখি’ শিরোনামের মেলোডি নির্ভর গান। নাদের চৌধুরী পরিচালিত সিনেমাটির দুই চরিত্রে অভিনয় করেছেন জলিশাহরিয়াজ। গানটিতে এ তারকা জুটিকে গ্রামীণ আবহে মায়াবী পরিবেশে দেখা যায়।

‘জোসনা দেখি’র কথা লিখেছেন কবির বকুল। ইমন সাহার সুর-সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও নকিব হৃদ চৌধুরী। গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে ২৭ ফেব্রুয়ারি।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’ মুক্তি পাবে ১০ মার্চ।


মন্তব্য করুন