Select Page

জয়া আহসান এখন কলকাতায়

জয়া আহসান এখন কলকাতায়

joyaওপার বাংলার চলচ্চিত্রে আবারও শ্যুটিং করতে গেলেন জয়া আহসান। সৃজিতের পরিচালনায় এ ছবিটির নাম ‘রাজকাহিনী’।

এর আগে জয়া কলকাতার পরিচালক অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবিতে কাজ করেছেন। এবার গিয়েছেন লম্বা সময়ের জন্য। প্রায় এক মাস কলকাতায় অবস্থান করবেন তিনি।

১৯৪৭ সালের দেশ ভাগ নিয়ে এগিয়েছে ছবিটির কাহিনী। এতে জয়ার সঙ্গে অভিনয়ে রয়েছেন কৌশিক সেন, সুপ্রিয়া দেবী, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু, আবির চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পার্নো মিত্র, প্রিয়াঙ্কা সরকার, নাইজেল আকারা, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিকসহ অনেকে। কলকাতা ছাড়াও ছবিটির কিছু অংশের কাজ বাংলাদেশে হবে।


মন্তব্য করুন