Select Page

ঝলমলে পোস্টারে ‘আমার প্রেম আমার প্রিয়া’

ঝলমলে পোস্টারে ‘আমার প্রেম আমার প্রিয়া’

প্রকাশিত হলো পরী মনি অভিনীত ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির পোস্টার। আজ মঙ্গলবার রাত ৮টায় পরীমণির অফিসিয়াল ফেসবুক পেইজে এটা প্রকাশ করা হয়েছে।

‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিরটি পরিচালনা করেছেন শামীমুল ইসলাম শামীম। ছবিতে পরীমণির বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক কায়েস আরজুকে। বেশ রঙচঙ মাখানো পোস্টার বলছে, রোমান্টিক অবতারে দেখা যাবে এ দুই তারকাকে। পোস্টারটি সুন্দরভাবে নকশা করাও বটে।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, ডন, রেবেকা, সীমান্ত প্রমুখ।


Leave a reply