Select Page

টাইগার রবি এবার এলিয়েন

টাইগার রবি এবার এলিয়েন

AlienBG_450769045

বাংলা সিনেমায় টাইগার রবির আবির্ভাব বেশি দিনের নয়। কিন্তু এরই মধ্যে ভিলেন হিসেবে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিস্তিমাত’ তাকে দারুণ আলোচনায় নিয়ে আসে। এর পর মুক্তি পেয়েছে কয়েকটি সিনেমায়। এবার তিনি পর্দায় আসছেন এলিয়েনরূপে।

‘জিদু’ নামের নতুন এ কল্প বিজ্ঞানধর্মী সিনেমাটি পরিচালনা করছেন আহমেদ জিহাদ।

ইতোমধ্যে সিনেমাটির শুটিং পূর্ব-প্রস্তুতিও অনেকদূর এগিয়েছে। জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষামূলক দৃশ্যধারণ হবে। ঈদের পর থেকে চলবে চূড়ান্ত দৃশ্যধারণ। ছবিটিতে প্রধান নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন টাইগার রবি।

বাকি অভিনয়শিল্পীদের নাম এখন প্রকাশ করতে রাজি নন পরিচালক জিহাদ। তবে জানা গেছে এ সিনেমার অনেক অংশ জুড়েই থাকবে স্পেশাল ইফেক্ট। টাইগার রবিকে ভিলেন গ্রহের প্রাণীরূপে দেখাতেও স্পেশাল ইফেক্টের সাহায্য নেওয়া হবে।

আশা করা যায়, পরিকল্পনা মতে এগুলে আহমেদ জিহাদ ও টাইগার রবির কাছ থেকে নতুন কিছু পাবেন বাংলা চলচ্চিত্রের দর্শক।

সূত্র : বাংলানিউজ২৪.কম।


মন্তব্য করুন