Select Page

আটদিনে ‘অসময়’-এর আয় ৬০ লাখ টাকার বেশি!

আটদিনে ‘অসময়’-এর আয় ৬০ লাখ টাকার বেশি!

কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’ টাকা দিয়ে দেখেছেন তিন লক্ষাধিক দর্শক। মাত্র সাড়ে আট দিনে এ কাণ্ড ঘটেছে বঙ্গ বিডি প্লার্টফর্মে! বিষয়টিকে রেকর্ড বলে দাবি করেছে ‘অসময়’র এ প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান।

এই ডিজিটাল প্ল্যাটফর্মে গত ১৮ জানুয়ারি মুক্তি দেওয়া হয়েছে ছবিটি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মাত্র সাড়ে আট দিনে তাদের অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘অসময়’। ১০০টির বেশি দেশ থেকে সাড়ে তিন কোটি মিনিটের বেশি ভিউ হয়েছে ছবিটি। এর আগে বঙ্গ-তে সর্বোচ্চ ভিউর রেকর্ড ছিল অমির বানানো সিরিজ ‘হোটেল রিল্যাক্স’র দখলে।

২০ টাকা খরচ করেই বঙ্গ বিডি প্লাটফর্মে দেখা যাচ্ছে ‘অসময়’। নির্মাতাদের দেয়া দাম ও দর্শকের হিসাব অনুযায়ী, আট দিনে এ বাবদ ৬০ লাখ টাকার বেশি আয় হয়েছে।

সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে উর্বির জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অসময়’। যেখানে বর্তমান সমাজের বেশ কিছু বিষয় তুলে ধরেছেন নির্মাতা। দর্শকের সাড়া পেয়ে নির্মাতা অমি বললেন, “এটা নিয়ে আমাদের সবারই অনেক আশা ছিল। রিলিজের পরপরই দারুণ সাড়া পেয়েছি। কিন্তু ভাবিনি যে এটা ‘হোটেল রিল্যাক্স’-কেও ছাড়িয়ে যাবে। দর্শক ‘অসময়’কে খুব ভালোবেসেছেন। তারা এমন সাপোর্ট দিচ্ছেন বলেই আগামীতে আরও ভালো করার উৎসাহ পাচ্ছি।”

ছবিটির মূল চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। উর্বির বাবা-মায়ের চরিত্রে ছিলেন তারিক আনাম খান ও মুনিরা মিঠু। সাংবাদিক ও পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন ও ইরেশ জাকের। আরো ছিলন রুনা খান, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, সুমন পাটোয়ারী প্রমুখ।


মন্তব্য করুন