Select Page

ট্রেলারঃ পাগলা দিওয়ানা

ট্রেলারঃ পাগলা দিওয়ানা

আগামী ৩ এপ্রিল সারা দেশে মুক্তি পাচ্ছে পরীমণি অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র পাগলা দিওয়ানা। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিতে পরীমণির বিপরীতে আছেন শাহরিয়াজ। এছাড়াও আছেন অমৃতা খান, মিশা সওদাগর, আলীরাজ প্রমুখ। এ ছবির মাধ্যমে সবুজ খান নামে একজন নতুন অভিনেতা যাত্রা শুরু করতে যাচ্ছেন।

পাগলা দিওয়ানা ছবির ট্রেলার দেখুন এখানে।

 


২ Comments

Leave a reply