Select Page

ট্রেলারে দেখে নিন ‘নিয়তি’

ট্রেলারে দেখে নিন ‘নিয়তি’

nioty

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘নিয়তি’তে প্রথমবারের মতো অভিনয় করেছেন আরিফিন শুভজলি। সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার জয়ী নির্মাতা জাকির হোসেন রাজু

সোমবার জাজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ‘নিয়তি’র ট্রেলার। পৌনে ৪ মিনিটের ভিডিওটিতে ওঠে এসেছে সিনেমাটির চুম্বক অংশ ও কয়েকটি গানের অংশ বিশেষ। ট্রেলারে দুর্দান্ত প্রেমের গল্পের আভাস দিলেন রাজু।

ট্রেলার বলছে জলির অভিনয়ের অনেকটা উন্নতি হয়েছে। আর শুভর লুক একদম লাজবাব।

মাস খানেক আগে সিনেমাটি পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। রমজানের কারণে ওই সময় বাংলাদেশে মুক্তি পায়নি ‘নিয়তি’। ১২ আগস্ট থেকে সিনেমাটি বাংলাদেশের দর্শকরা প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।


মন্তব্য করুন