Select Page

ট্রেলার: ইউটার্ন

ট্রেলার: ইউটার্ন

ভার্সেটাইল মিডিয়ার প্রথম চলচ্চিত্র ইউটার্নের ট্রেলার মুক্তি দেয়া হয়েছে অনলাইনে। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা আলভী আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দেশা দ্য লিডার খ্যাত শিপন, মৌটুসী বিশ্বাস, ইরফান সাজ্জাদ, মিশা সওদাগর এবং এটিএম শামসুজ্জামান। বাংলা মুভি ডেটাবেজের পাঠকদের জন্য ট্রেলারটি এখানে দেয়া হল।


মন্তব্য করুন