Select Page

ট্রেলার ও গানঃ সত্যিকারের মানুষ রিয়েল ম্যান

ট্রেলার ও গানঃ সত্যিকারের মানুষ রিয়েল ম্যান

আগামী ২৪ ফেব্রুয়ারী তারিখে সারাদেশে মুক্তি পাচ্ছে পংকজ বিশ্বাস প্রযোজিত, বিশ্বাস প্রোডাকশন হাউজ পরিবেশিত, বদরুল আমিন পরিচালিত এবং নবাগত নায়ক কংকন বিশ্বাস অভিনীত অ্যাকশন রোমান্টিক চলচ্চিত্র সত্যিকারের মানুষ। শুরুতে ছবিটির নাম রিয়েল ম্যান রাখা হলেও পরবর্তীতের সেন্সরবোর্ডের নির্দেশে এর নাম পরিবর্তন করে সত্যিকারের মানুষ রাখা হয়। ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন নাজনীন আক্তার হ্যাপী। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, অমিত হাসান, সাংকো পাঞ্জা প্রমুখ।

ইউটিউবে সত্যিকার মানুষ ছবিটির ট্রেলার এবং গান প্রকাশ করেছে বঙ্গবিডি। বিএমডিবি-র পাঠকদের সুবিধার্থে ট্রেলার এবং গান এখানে সংযুক্ত করা হল।

ট্রেলার

গানঃ বেবি গো

গানঃ না বলা ভালোবাসা

গানঃ ভালোবাসার মানে

 


Leave a reply