Select Page

ট্রেলার দেখে বুঝে নিন ঈদের সিনেমার হাল

ট্রেলার দেখে বুঝে নিন ঈদের সিনেমার হাল

এবারের ঈদুল ফিতরে এক ডজন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্যে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ নিয়ে বেশ হইচই থাকলেও প্রকাশ হয়নি কোনো ট্রেলার। এ নিয়ে নানা ধরনের কথাও রয়েছে। তবে দেখে নিন বাকি উল্লেখযোগ্য ছবির ট্রেলার, এ থেকে সিনেমাগুলো সম্পর্কে খানিকটা ধারণা পাওয়া যাবে।

দেয়ালের দেশ

কাজল রেখা

ওমর

লিপস্টিক

মেঘনাকন্যা

সোনার চর

মায়া দ্য লাভ

গ্রিন কার্ড


Leave a reply