ট্রেলার : পৃথিবীর নিয়তি
আগামীকাল মুক্তি পাচ্ছে শেখ শামীম পরিচালিত চলচ্চিত্র পৃথিবীর নিয়তি। অ্যাকশন হিরো রুবেল ছাড়াও ছবিতে অভিনয় করেছে রাশেদ মোর্শেদ, সানজানা, রাবিনা বৃষ্টি, সিরাজ হায়দার, আমির সিরাজী, রেশমি এলোন প্রমুখ। অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবিটি সারাদেশের প্রায় বিশটি হলে মুক্তি পাচ্ছে। ইউটিউবে ছবিটির দীর্ঘ ছয় মিনিটের ট্রেলার পাওয়া যাচ্ছে। বিএমডিবি-র পাঠকদের জন্য এখানে যুক্ত করা হল।
https://www.youtube.com/watch?v=LyhEnDQfFcQ