Select Page

‘ডানাকাটা’র শোক ভুলে ‘ধিম তানা’ (ভিডিও)

‘ডানাকাটা’র শোক ভুলে ‘ধিম তানা’ (ভিডিও)

rokto-pori-moni

বৃহস্পতিবার রাতে প্রকাশ হলো আলোচিত সিনেমা ‘রক্ত’র দ্বিতীয় গান ‘ধিম তানা’। সিনেমাটির আইটেম গান ‘ডানাকাটা পরী’র হতাশা ভুলিয়ে দিল নতুন এ গান।

অতি আয়োজনের আইটেম গানের তুলনায় এ গানে পরী মনিকে পাওয়া গেল পাশের বাড়ির লুকে। গানে কথা-সুরে নতুন কিছু না থাকলেও অতিরিক্ত মশলাদার না হওয়ার উপকারিতা দর্শক শ্রোতা হাড়ে হাড়ে টের পাবেন এ গানে।

পরীকে আড়ষ্টহীন, সাবলীল লেগেছে গানটিতে। পরীর মতোই লেগেছে তাকে। আর সেটে ছিল না বাহুল্য।

পুরো গানটিতে পাওয়া গেছে নবাগত নায়ক রোশনকে। তার চেহারায় কিশোরসুলভ সরলতা থাকলেও হাব-ভাবে মন্দ লাগেনি। রোমান্টিক গানে বোঝা যাবে পরীর পাশে কেমন মানাবে।

‘ঢিম তানা’র কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। স্যাভি সুরে কণ্ঠ দিয়েছে আকৃতি কক্কর।

‘রক্ত’ পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। মুক্তি পাবে ঈদুল আজহায়।


Leave a reply