Select Page

ডায়েটিংয়ে অসুস্থ মীম

ডায়েটিংয়ে অসুস্থ মীম

imagesঅতিরিক্ত ডায়েট কন্ট্রোলের কারণে অসুস্থ হয়ে পড়েছেন মীম। তাও আবার শুটিং স্পটে। এমনই হয়েছে তন্ময় তানসেনের পদ্ম পাতার জল ছবির বেলায়। শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মীম। গত সপ্তাহে এফডিসিতে এ ঘটনা ঘটে।

মিমের মা ছবি সাহা সংবাদ মাধ্যমকে বলেন, ‘চিকিৎসকের পরামর্শে মিম এখন বাসায় বিশ্রামে আছে। নিষেধ করা সত্ত্বেও মাস দুয়েক ধরে মিম ডায়েটিংয়ের মাত্রা বাড়িয়ে দেয়। এতে করে ও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে।তাতেই এই বিপত্তি!’

এদিকে শনিবার থেকে ব্ল্যাকমেইল নামের নতুন একটি ছবির শুটিং করার কথা ছিল তার। অসুস্থতার কারণে আপাতত এ ছবিতে কাজ করতে পারছেন না। জুলাই মাসের শেষ দিকে তার আরেকটি ছবি তানিয়া আহমেদ পরিচালিত গুডমর্নিং লন্ডন-র কাজ শুরু হবে।


মন্তব্য করুন