Select Page

ডিজিটাল এডিটিং এখন এফডিসিতেও

এফডিসিতে ডিজিটালায়ন কার্যক্রম চলছে গত কয়েক বছর ধরে।  ডিজিটাল ক্যামেরা আনা হয়েছে, ডিজিটাল ডাবিং থিয়েটার চালু করা হয়েছে আগেই। এবার ডিজিটাল এডিটিং মেশিন চালু করা হল। 

সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবির সম্পাদনা করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল এডিটিং-এর উদ্বোধন করেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক হারুন-অর-রশীদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম এডিটর গিল্ডের সভাপতি আবু মুসা দেবু। চিত্রগ্রাহক শহীদুল হক ও ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’-এর পরিচালক সাফিউদ্দিন সাফি এবং পরিচালক মনতাজুর রহমান আকবরসহ অনেকেই।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন