Select Page

ডিজিটাল হচ্ছে এফডিসি

ডিজিটাল হচ্ছে এফডিসি
bfdc2ডিজিটাল হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি)। একে একে আধুনিকায়ন করা হবে ডাবিং, এডিটিং, কালার কারেকশন, প্রিন্টিং মেশিন, লাইট, ক্যামেরাসহ শুটিং ফ্লোরগুলো। এরই মধ্যে প্রিন্টিং মেশিন, কালার অ্যানালাইজার, লাইট ও ডাবিং মেশিনের যন্ত্রাংশ দেশে এসে পৌঁছেছে।
৯ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে যন্ত্রাংশগুলো আমদানি করেছে আরটিআই নামের একটি প্রতিষ্ঠান। খুব শিগগির আসবে তিনটি ক্যামেরা, ডিজিটাল এডিটিং মেশিন ও সেন্টার স্টোর সিস্টেম। এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১১ কোটি টাকা। এফডিসি থেকে দরপত্রও আহ্বান করা হয়েছে।
এরপর ধীরে ধীরে বাকি যন্ত্রপাতি আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানান এফডিসির প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম। তিনি কালের কন্ঠকে বলেন, ‘সরকার থেকে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত আমাদের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে প্রকল্পের জন্য বরাদ্দ ৫৯ কোটি ১৮ লাখ টাকা এফডিসির উন্নয়নে ব্যয় করতে হবে। অবশ্য এত অল্প সময়ের মধ্যে সঠিকভাবে কাজটি সম্পাদন করা অনেক কঠিন। তাই এক বছর সময় বাড়ানোর প্রস্তাব করেছি আমরা। জানি না, সেটা বাস্তবায়িত হবে কি না। যদি না হয় তাহলে আমরা চলতি বছরের জুনের মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করব। আশা করি, সরকারের আন্তরিকতাকে আমরা কাজে লাগাতে পারব।’


মন্তব্য করুন