Select Page

ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্যাংস্টার রিটার্নস

ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্যাংস্টার রিটার্নস

Gangster Returns (4)সম্ভাবনাময়ী চলচ্চিত্র পরিচালক আশিকুর রহমানের প্রথম চলচ্চিত্র গ্যাংস্টার রিটার্নস। নানা কারণে ছবির নির্মান কাজ শেষ হতে দেরী হয়েছে, মুক্তি পেতেও দেরী। অথচ এর মাঝে কিস্তিমাত নির্মান হয়ে গেছে, মুসাফিরের কাজ প্রায় শেষ, একাধিক ছবি নির্মানের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আশিকুর। তবে অপেক্ষার দিন ফুরাচ্ছে আগামী মাসেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাচ্ছে গ্যাংস্টার রিটার্নস।

এ বছরের মার্চেই মুক্তি দেয়ার কথা ছিল ছবিটির। কিন্তু তখন দেশজুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা। তাই ঝুঁকি নেয় নি প্রযোজনা প্রতিষ্ঠান বিসর্গ মিডিয়া এবং ইনট্র্যাক ফিল্মস। ঘোষনা দিয়েই মুক্তি স্থগিত করে তারা।

মধ্যবিত্ত পরিবারের সন্তান শাওন বড় একটি সন্ত্রাসীচক্রের সাথে জড়িয়ে পড়ে। এর ফলে তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে গ্যাংস্টার রিটানর্স ছবিটি। শাওন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় টিভি অভিনেতা অপূর্ব। তার বিপরীতে আছে চোরাবালি ছবিতে অভিষিক্ত হওয়া মডেলকন্যা জান্নাতুল ফেরদৌস পিয়া। এছাড়া খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন টাইগার রবি


মন্তব্য করুন