Select Page

ডুব : ফারুকীর ‘নয়নতারা’ কি হুমায়ূনের ‘নুহাশ পল্লী’?

ডুব : ফারুকীর ‘নয়নতারা’ কি হুমায়ূনের ‘নুহাশ পল্লী’?

হুমায়ূন আহমেদের জীবনী অবলম্বনে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছেন ‘ডুব’— এমন গুজব শোনা যাচ্ছে অনেকদিন ধরে। এমনকি প্রয়াত লেখকের স্ত্রী অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওনের অভিযোগের প্রেক্ষিতে অনেকদিন সেন্সর বোর্ডে ঝুলে ছিল সিনেমাটি।

৫টি দৃশ্য বাদ দেওয়ার সাপেক্ষে সম্প্রতি ছাড়পত্র পায় সিনেমাটি। সেই প্রেক্ষিতেই মুক্তি পাচ্ছে ২৩ অক্টোবর।

সেন্সর বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে বাদ পড়া দৃশ্যের তালিকা। এ নিয়ে নতুন করে শুরু হয়েছে শোরগোল। সে সব দৃশ্য থেকে অনেকেই অনুমান করছেন হুমায়ূনের জীবনী না হোক কিছু ছায়া তো এ সিনেমায় থাকছে!!

ফেসবুকে একটি মন্তব্য এমন– সবগুলা টার্নিং পয়েন্টই কেটে দিছে।একে নগ্ন হস্তক্ষেপ বলে।

বাদ পড়া দৃশ্যে গাজীপুরের ‘নয়নতারা’ নামের বাড়ির কথা বলা হয়। প্রশ্ন উঠেছে ‘নয়নতারা’ কি হুমায়ূনের নন্দনকানন ‘নুহাশ পল্লী’?

আসুন জেনে নিই কোন কোন দৃশ্য বাদ পড়েছে :

‘ডুব’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। আরো আছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র। প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান।


মন্তব্য করুন