Select Page

ঢাকার যে সব হলে ঈদের ছবি

ঢাকার যে সব হলে ঈদের ছবি

rokto-pori-moni

ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাচ্ছে রক্ত, বসগিরি শুটার। এ উপলক্ষে প্রেক্ষাগৃহের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০ থেকে ৩৫০। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুরু হয়েছে হল বুকিংয়ের প্রতিযোগিতা, যা চলবে ঈদের আগের রাত পর্যন্ত।

তবে রাজধানীসহ ঢাকা জেলার প্রায় সবকটি প্রেক্ষাগৃহের বুকিং শেষ।

শুটার ছবির প্রযোজক এম ডি মিজান জানান, ঢাকা জেলার ছোট-বড় মিলিয়ে ১২টি প্রেক্ষাগৃহে চলবে ছবিটি।

খান ফিল্মস ও জাজ মাল্টিমিডিয়া থেকে জানা গেছে, বসগিরি চলবে ১০টি হলে আর রক্ত চলবে ৯টিতে।

সংখ্যার দিক থেকে শুটার এগিয়ে থাকলেও সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী, বলাকা, চন্দ্রিমার মতো দর্শকনন্দিত প্রেক্ষাগৃহ পেয়েছে রক্ত।

অন্যদিকে ব্লকবাস্টার, সিনেপ্লেক্সসহ বিজিবি, অভিসার, সৈনিক ক্লাব, সাভার সেনানিবাসের মতো বড় হল পেয়েছে বসগিরি।

সূত্র : প্রথম আলো


মন্তব্য করুন