Select Page

‘ঢাকা অ্যাটাক’-এর ভিলেন কে?

‘ঢাকা অ্যাটাক’-এর ভিলেন কে?

মঙ্গলবার বিকেলে প্রকাশিত হয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’-এর ট্রেলার। এর আগে ফার্স্টলুক ও টিজারে আলোচনা তুলে ছিল। এবারও তার ধারাবাহিকতা থাকল। তবে প্রশ্ন উঠেছে সিনেমাটির ভিলেন কে? তাইলে সে প্রশ্নই থাক!

আড়াই মিনিট দৈর্ঘ্যের ট্রেলারটিতে সন্ত্রাসী আক্রমণ প্রতিহত করতে পুলিশের নানা অভিযান তুলে ধরা হয়।

‘ঢাকা অ্যাটাক’-এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। অন্য অভিনয় শিল্পীদের মধ্যে আছেন সৈয়দ হাসান ইমাম, আলমগীর, আফজাল হোসেন, লায়লা হাসান, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, নওশাবা, শিপন মিত্র প্রমুখ।

বছরের আলোচিত এ ছবিটির কাহিনী লিখেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার। প্রযোজনা করছে বাংলাদেশ পুলিশ পরিবার, ফ্ল্যাশ মাল্টিমিডিয়া ও থ্রি হুইলারস লিমিটেড।

বাংলাদেশে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পাচ্ছে ৬ অক্টোবর। এর সপ্তাহ দুয়েক পর মুক্তি পাবে বিদেশের ২৪টি শহরে।


মন্তব্য করুন