
ঢাকা ২০৪০ : এক ফ্রেমে এলেন তিশা-বাপ্পী
দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’ নিয়ে কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে।শোনা যাচ্ছিল, প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা ও বাপ্পী চৌধুরী।
বৃহস্পতিবার সন্ধ্যায় ছবির মহরতে সব সংশয় দূর হলো। দুই তারকা একসঙ্গে হাজির হন মঞ্চে।
পাশাপাশি থাকছেন নুসরাত ফারিয়া। এরা কেউ আগে একসঙ্গে পর্দা ভাগাভাগি করেননি।
শোনা যাচ্ছে, দীপনের এ ছবির জন্য বাপ্পী চৌধুরী কয়েকমাস ধরে ঘাম ঝড়িয়েছেন। শারীরিকভাবে আমূল পরিবর্তন এনেছেন। অভিনয়ে উন্নতির জন্য একাধিবার ইন্ডিয়া গেছেন। ছবির গল্প অ্যাকশন ও থ্রিলারধর্মী, তাই গ্রুমিংও করেছেন। শুধুমাত্র এ ছবির কাজেই বর্তমানে বাপ্পী চৌধুরী রয়েছেন কলকাতায়। ক্যামেরার সামনে দাঁড়াতে শেষবারের মতো নিজেকে ঝালাই করছেন।
সবকিছুই ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। ২৫ জুন থেকে এ ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।