Select Page

তুফানি জোশের মাঝে বহুরূপী ‘দরদ’

তুফানি জোশের মাঝে বহুরূপী ‘দরদ’

সিনেমা হলে রমরমিয়ে চলছে ‘তুফান’। ভক্তদের তুমুল উচ্ছ্বাসের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সমালোচকরা। এমন তুফানি আলোচনার মাঝে শাকিব খানকে দেখা গেল বহুরূপী ভূমিকায়, ঈদের দিন সামনে আসা ‘দরদ’ ছবির টিজারে।

টিজারটি অনেক হলে ‘তুফান’-এর বিরতিতে দর্শকদের সামনে আসে, যা উৎসবমুখর পরিবেশও তৈরি করে।

অনন্য মামুন পরিচালিত সিনেমাটির টিজার মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। এর মধ্যে অনেকেই আগাম বলছেন, শাকিব খান নিজের অভিনয় জীবনে নিজেকেই ছাড়িয়ে যাবেন ‘দরদ’ দিয়ে। কারণ এতে শুধু রোমান্টিক আর অ্যাকশন অবতারেই নিজেকে দাঁড় করাননি শাকিব, পাওয়া গেছে তার নানামাত্রিক চরিত্রের লুক আর সংলাপ। তবে টিজারের নির্মাণ নিয়ে সমালোচনা রয়েছে অনেকের।

টিচার বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের সঙ্গে রোমান্স দিয়ে শুরু হলেও কেউ আন্দাজ করতে পারেনি এরপর কতটা ভয়ংকর হয়ে ধরা দেবেন শাকিব। প্রতিটি অ্যাকশন দৃশ্যের সঙ্গে শাকিবের রক্ত নিয়ে খেলা দর্শকদের বুকে কাঁপন ধরিয়েছে।

টিজার প্রকাশ করার আগে সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি পাবে ‘দরদ’। সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। এতে আরো অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলাম প্রমুখ।


Leave a reply