Select Page

তৃতীয় সপ্তাহে আরো ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রির দাবি ‘প্রিয়তমা’র

তৃতীয় সপ্তাহে আরো ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রির দাবি ‘প্রিয়তমা’র

শতাধিক হল নিয়ে ঈদুল আজহায় অভিষেক হওয়া ‘প্রিয়তমা’ এখনো দেশের প্রেক্ষাগৃহে চলছে। উত্তর আমেরিকায়ও করেছে ব্যবসা। আজ শুক্রবার (২১ জুলাই) নির্মাতারা দাবি করেছেন, গতকাল শেষ হওয়া সপ্তাহে সিনেমাটির ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে।

এর আগে জানানো হয়েছিল, প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যথাক্রমে ১০ কোটি ৩০ লাখ ও ৮ কোটি ৫৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়। সব মিলিয়ে তিন সপ্তাহে দাবিকৃত টিকিট বিক্রির পরিমাণ ২৪ কোটি ৬০ লাখ টাকার। তবে এই টাকার অংক স্বাধীনভাবে দ্বিতীয় কোনো পক্ষ যাচাই করে দেখেনি।

যথারীতি টিকিট বিক্রি থেকে সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান কত টাকা বুঝে পাচ্ছেন বা নেট আয় কত, সেই খবর শেয়ার করেননি পরিচালক হিমেল আশরাফ।

পরিচালক হিমেল আশরাফ জানান, চতুর্থ সপ্তাহে এসেও রেন্টাল দিয়ে দেশের ৬৩টি সিনেমা হলে প্রিয়তমা প্রদর্শিত হচ্ছে।

রোমান্টিক অ্যাকশন ধাঁচের ‘প্রিয়তমা’র কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। ছবির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও অভিনয় করেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, সহীদ উন নবী, এলিনা শাম্মী।


Leave a reply