Select Page

তৃতীয় লিঙ্গ চরিত্রে মিশার প্রস্তুতি

তৃতীয় লিঙ্গ চরিত্রে মিশার প্রস্তুতি

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘মিসড কল’। সাফি উদ্দীন সাফি পরিচালিত ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর। তবে ছবিতে এই অভিনেতাকে খলনায়ক নয়, দেখা যাবে তৃতীয় লিঙ্গের মানুষ রূপে।

এ প্রসঙ্গে মিশা প্রথম আলোকে বলেন, ‘একটি দৃষ্টান্ত স্থাপনের জন্যই এই চরিত্রে অভিনয় করা। তৃতীয় লিঙ্গের একজন মানুষের চরিত্রে অভিনয় করে আমি এই সম্প্রদায়ের মানুষকে সম্মান জানাতে চেয়েছি। আমি মনে করি, আমরা সাধারণ নারী-পুরুষেরা একে অন্যকে যে দৃষ্টিতে দেখি, সেই চোখে এ সম্প্রদায়ের মানুষকেও দেখা উচিত। তাদের দাবি ও সংগ্রামগুলো মেনে নিয়ে তাদের স্বীকৃতি দেওয়া উচিত। আমরা সবাই মানুষ, এটাই বড় কথা। ছবিতে এই চরিত্রটি তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার আদায়ের প্রতিচ্ছবি বলা যায়। এ কারণেই কাজটি করতে উত্সাহিত হয়েছি।’

চরিত্রটি কীভাবে ধারণ করলেন?— এমন প্রশ্নে বলেন, ‘আমার জন্য এ অভিজ্ঞতা নতুন। প্রথমত দায়বদ্ধতা থেকেই চরিত্রটি ধারণ করেছি। হোমওয়ার্ক করেছি পুরান ঢাকায়। পুরান ঢাকার কিছু বিয়েবাড়িতে এখনো তৃতীয় লিঙ্গের মানুষকে দাওয়াত করা হয়। হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠানেও থাকেন তাঁরা। তা ছাড়া পুরান ঢাকার কোনো বাড়িতে নতুন শিশু জন্মালে তারা বাড়িতে আসেন। এ ছাড়া শুটিং করতে গিয়ে থাইল্যান্ড ও হংকংয়ের রাস্তায়ও এ ধরনের মানুষকে দেখেছি। তাদের আচার, আচরণ, কথা বলার ভঙ্গি পর্যবেক্ষণ করেই চরিত্রটির প্রস্তুতি নেওয়া।’

এই চরিত্রটি করতে গিয়ে তাদের মতো সাজতে অস্বস্তি লাগেনি? মিশা বলেন, ‘না, তা লাগেনি। এ ধরনের চরিত্রে কাজ করতে গেলে অস্বস্তি আসতেই পারে। কিন্তু তা দূর করা শিল্পীর কাজ। প্রতিদিনই শুটিংয়ের আগে দুই ঘণ্টা সময় লাগত মেকআপ করতে। মেয়েদের মতো করে শাড়ি, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি, কানে দুল পরতে হয়েছে। অভিনয়ের জন্য এই সাজে সাজতে খারাপ লাগেনি আমার।’


Leave a reply