Select Page

‘তোমার আছি তোমারই থাকবো’

‘তোমার আছি তোমারই থাকবো’

78864_e5কালাম কায়সার পরিচালিত ‘তোমার আছি তোমারই থাকবো’ এখন মুক্তির মিছিলে। শাহ মো. সিকান্দার আলী সেন্টু প্রযোজিত ‘তোমার আছি তোমারই থাকবো’ ছবিটি আগামী ২২শে নভেম্বর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে।

শাহাবুদ্দিন কমল নিবেদিত ও শাহ ফিল্মস পরিবেশিত ‘তোমার আছি তোমারই থাকবো’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ, মৌমিতা, নির্জনা, আসিফ ইকবাল, প্রবীর মিত্র, শাহরুখ, খালেদা আকতার কল্পনা, সিরাজ হায়দার, শাহাবুদ্দিন কমল, মঞ্জুর আলম, নাসরিন ও কাবিলা।

ছবির চিত্রগ্রহণ করেছেন এমএএইচ স্বপন, সংগীত ফিরোজ প্লাবন, সম্পাদনা জুয়েল রানা। পরিচালক কালাম

কায়সার বলেন, সুন্দর একটি প্রেমের গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছি। ছবিতে প্রয়োজনীয় অ্যাকশন আছে, নাচ গান আছে, অর্থাৎ দর্শকদের বিনোদন দেয়ার মতো সব উপাদানই আছে। আমার বিশ্বাস ছবিটি দর্শক পছন্দ করবে।

উল্লেখ্য, ‘তোমার আছি তোমারই থাকবো’র মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনায় ফিরে এসেছেন শাহ মো. সেকান্দার আলী সেন্টু। তিনি বলেন, ডিজিটালের ছোঁয়ায় চলচ্চিত্র শিল্প ঘুরে দাঁড়িয়েছে। চলচ্চিত্রকে ভালবাসি তাই আবার ফিরে এলাম একটি সুন্দর ছবি নিয়ে। আশা করছি ছবিটি সবার ভাল লাগবে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন