Select Page

দক্ষিণ আফ্রিকায় পিয়া-নিরব

দক্ষিণ আফ্রিকায় পিয়া-নিরব

5283ae977effc-Untitled-3মডেলিং থেকে অভিনয়ে আসা দুই তারকা নিরব ও পিয়া দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন। তারা নতুন ছবি প্রবাসী প্রেম’র শুটিং সেখানে ২৫ দিন অবস্থান করবেন।

জোহানেসবার্গ, ডারবান এবং কেপটাউনে ছবির বেশির ভাগ অংশের শুটিং করা হবে।  ‘প্রবাসী প্রেম’ পরিচালনা করছেন আহমেদ আলী মণ্ডল।
এ ছবিতে আরও অভিনয় করছেন ওমর সানী, ড্যানি সিডাক প্রমুখ।
শুটিং প্রসঙ্গে নিরব বলেন, ‘অনেকদিন ধরেই এ ছবির শুটিংয়ের প্ল্যানিং চলছিল। কিন্তু নানা জটিলতায় পিছিয়ে যাচ্ছিল শুটিং। শেষ পর্যন্ত যাচ্ছি। টানা শুটিং করে ফিরব।’


মন্তব্য করুন