Select Page

দর্শক সাড়ার কারণে বাড়ল ‘দেবী’র হল সংখ্যা, দেখুন তালিকা

দর্শক সাড়ার কারণে বাড়ল ‘দেবী’র হল সংখ্যা, দেখুন তালিকা

# প্রথম সপ্তাহে মুক্তি পায় ২৮ হলে
# ধারণা করা হয় দ্বিতীয় সপ্তাহে বাড়বে। তা-ই হলো
# ২৬ অক্টোবর থেকে দেখা যাচ্ছে ৩৫ প্রেক্ষাগৃহে। এর মধ্যে ২২ প্রেক্ষাগৃহে দ্বিতীয় সপ্তাহের মতো প্রদর্শিত হচ্ছে

প্রথম সপ্তাহে ২৮ হলে মুক্তি পায় অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’। নির্মাতা আশা করেছিলেন দর্শক সাড়ার ভিত্তিতে দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়বে। তা-ই হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের বড় হলগুলো দখলে নিয়েছে মিসির আলি সিরিজের প্রথম গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটি। এর মধ্যে ২২টি হলে প্রদর্শিত হচ্ছে দ্বিতীয় সপ্তাহেও। আর প্রথম সপ্তাহ হিসেবে মুক্তি পেল ১৩টি হলে। সব মিলিয়ে ৩৫টি হলে দেখা যাবে ‘দেবী’।

দ্বিতীয় সপ্তাহ : ঢাকায় স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, শ্যামলী ও মধুমিতা। ঢাকার বাইরে :  ছায়াবানী (ময়মনসিংহ), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), পূর্বাশা (সান্তাহার), গ্যারিসন (কুমিল্লা), বর্ষা (জয়দেবপুর), সেনা (সাভার), আলমাস (চট্টগ্রাম), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), অভিরুচি (বরিশাল), নন্দিতা (সিলেট), লিবার্টি (খুলনা), মনিহার (যশোর), শঙ্খ (খুলনা), মডার্ন (দিনাজপুর), রূপকথা (পাবনা), সোনিয়া (বগুড়া) ও মম ইন (বগুড়া)।

প্রথম সপ্তাহ : সনি (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), বনলতা (ফরিদপুর), গ্যারিসন (দয়ারামপুর), গৌরী (শাহজাদপুর), অনামিকা (পিরোজপুর), মাধবী (মধুপুর), মমতাজমহল (নীলফামারি), নবীন (মানিকগঞ্জ), পৃথিবী (জয়পুরহাট), রাজ (কুলিয়ারচর), শাপলা (রংপুর) ও তিতাস (পটুয়াখালী)।

জয়া আহসানের প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’র প্রথম চলচ্চিত্র ‘দেবী’। এতে আইকনিক চরিত্র মিসির আলি হয়েছেন চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, রানুর স্বামীর চরিত্রে আছেন অনিমেষ আইচ, নীলু চরিত্রে শবনম ফারিয়া এবং আহমেদ সাবেতের চরিত্রে আছেন ইরেশ যাকের।


Leave a reply