Select Page

দিতি’র জম্মদিনে

দিতি’র জম্মদিনে

55জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী পারভীন সুলতানা দিতির জম্মদিন আজ। ১৯৬৫ সালের এদিনে জম্মগ্রহণ করে তিনি। গুণী এ অভিনেত্রীকে বিএমডিবি পরিবারের পক্ষ থেকে জম্মদিনের শুভেচ্ছা।

১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে দেশীয় চলচ্চিত্রে দিতির সম্পৃক্ততা ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘আমিই ওস্তাদ’। ছবিটি পরিচালনা করেছিলেন আজমল হুদা মিঠু। এরপর দিতি প্রায় দুই শতাধিক ছবিতে কাজ করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতেই অভিনয় করে দিতি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনসহ  বিভিন্ন ধরনের অনুষ্ঠানে রয়েছে সরব উপস্থিতি।

জম্মদিন উপলক্ষ্যে দুটি টেলিভিশন চ্যানেলে সরাসরি তাকে দেখা যাবে। সকাল ১০টা ২০ মিনিটে পলাশ মাহবুবের প্রযোজনায় ‘আলাপ’ অনুষ্ঠানে সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সেখানে ভক্তদের সঙ্গে কথা বলবেন দিতি। এর পরপরই দেখা যাবে অনন্য রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের ‘সিটিসেল তারকা কথন’ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে। আজকের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া।


মন্তব্য করুন